
মির্জাগঞ্জ সংবাদদাতা: ৩১ জুলাই রাত ২২৪৫ ঘটিকার সময় মির্জাগঞ্জ আর্মি ক্যাম্প এর একটি বিশেষ টিম ও মির্জাগঞ্জ থানার পুলিশের ফোর্সসহ বিশেষ অভিযানে মির্জাগঞ্জ থানাধীন দক্ষিন কাকরাবুনিয়া গ্রামের চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মোঃ রাসেল মৃধা (৪৫) , পিতা-মোঃ আঃ লতিফ মৃধা (সভাপতি, ০৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপি) , সাং-কাকড়াবুনিয়া, ০১নং ওয়ার্ড, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালীকে মির্জাগঞ্জ থানার মামলা নং-০৪, তারিখঃ ১৬-০৬-২০২৫ খ্রি. ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩৮৫/৩০৭/৩৭৯/৫০৬(২)/১০৯ পেনাল কোড মামলার এজাহারনামীয় ০১নং আসামী হিসেবে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। আসামীকে গ্রেফতার করাকালে তার হেফাজত হতে ০২ (দুই) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ ৬১,৪০৯/- টাকা সহ মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল সেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
প্রকাশ থাকে যে, আসামীর নামে রুজুকৃত মামলার ঘটনা ব্যতীত বিভিন্ন অপকর্মের তথ্য পাওয়া যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা হলোঃ
১। মির্জাগঞ্জ থানার মামলা নং-১২(০৪)২০২৫ এর এজাহারনামীয় আসামী গনি মুন্সি এর নিকট হতে শিংবাড়ি এলাকা থেকে ধর্ষনকারী হিসেবে আটক করে ৫০,০০০/- টাকা চাঁদা নিয়েছে মর্মে তথ্য রয়েছে।
২। জনৈক দুলাল, সাং-কিসমতপুর (শিংবাড়ি এলাকা) এর মেয়ের সাথে জনৈক অমলের ছেলে অমৃত বিশ্বাস এর প্রেমের সম্পর্কে ছিলো। উক্ত দুলালের মেয়েকে জোরপূর্বক অমলের বাড়িতে তুলে দিয়ে দুলালের নিকট থেকে ২৫,০০০/- টাকা চাঁদা নিয়েছে।
৩। জনৈক কমল এর নিকট থেকে ১০,০০০/- টাকা চাঁদা নিয়েছে মর্মে তথ্য রয়েছে।
৪। মকুমা এলাকার জনৈক বাদল মালিকানাধীন দেউলী এলাকার সম্পত্তি অন্য এক ব্যক্তিকে বুঝিয়ে দিয়ে ৩০,০০০/- টাকা আত্মসাৎ করেছে।
৫। জনৈক আলমগীর এর নিকট চাঁদা দাবী করেছে, টাকা না দেয়ার কারনে তাকে মারধর করেছে।
৬। এছাড়াও উল্লেখিত আসামীগণ শিংবাড়ি মোড়ের দোকান হতে বাকিতে বিভিন্ন মালামাল ক্রয় করে এবং খাবার খেয়ে কোন প্রকার মূল্য পরিশোধ করেনা। এমনকি পাওনা টাকা চাইলে প্রকাশ্যে চর-থাপ্পর মারাসহ লাঞ্চিত করে। এলাকার নিরিহ লোকজন বর্ণিত আসামীদের ভয়ে সর্বক্ষন আতংকগ্রস্থ থাকে। ক্ষতিগ্রস্থ হলেও আসামীদের ভয়ে কেউ থানায় অবহিত করেনা।
গ্রেফতারকৃত আসামীর পিসি&পিআর যাচাইকালে তার বিরুদ্ধে পটুয়াখালী এর বাউফল থানার এফআইআর নং-৫, তারিখ- ০৯ মার্চ, ২০১৩; ধারা-১৪৩/৩৪১/৩৮৫/৩০৭/৩২৩/৩৭৯/৪২৭ পেনাল কোড-১৮৬০ মামলার তথ্য পাওয়া যায়।
আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।