বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কর্মসূচি ঘোষণা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো।সি ই সি আনোয়ারুল ইসলামের ঘোষিত প্রস্তাবনায় ক্ষুব্ধ বাগেরহাট জেলার রাজনৈতিক দলগুলো এবং সচেতন নাগরিক সমাজ।

বাগেরহাটে ৪ টি আসনের স্থলে ১ টি সংসদীয় আসন কমিয়ে ৩ টি করার প্রতিবাদে গতকাল রাতেই মিছিল করেছে বিএনপির নেতা কর্মীরা। এছাড়া ও বৃহস্পতিবার( ৩১শে জুলাই) দুপুরে জেলা বিএনপি ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ বাগেরহাট প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে সিইসির এই প্রস্তাবনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে নেতৃবৃন্দ বাগেরহাটে সর্বদলীয় আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এ সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা বাগেরহাটের কৃতি সন্তান কৃষিবিদ শামিমুর রহমান, জেলা বি এনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাস সহ জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, নাযেবে আমীর এড শেখ আব্দুল ওযাদুদ সহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, বাগেরহাট দেশের গুরুত্বপূর্ণ জেলা ২য সামুদ্রিক বন্দর মংলা, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনসহ বিস্তির্ন জনপদের জন্য চারটি সংসদীয় আসন আছে সেটাকে কমিয়ে ৩ টি আসন করার প্রস্তাবনা বাগেরহাটের সার্বিক উন্নয়ন বিরোধী কোন ষড়যন্ত্র, বাগেরহাট বাসী দলমতের উর্ধে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র রুখে দেবে।পরে নেতৃবৃন্দ আগামী ২ ও ৩ আগষ্ট মিছিল, ব্লকেড,সহ স্মারকলিপি প্রদানের কর্মসূচি গ্রহন করেছেন।