শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মির্জাগঞ্জে ব্র্যাকের উদ্যোগে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত 

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ: পটুয়াখালীর মির্জাগঞ্জে চলমান ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবেলায় এডিস মশার আবাসস্থল চিহ্নিত ও ধ্বংস করা এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি প্রকল্পের উদ্যোগে রেডক্রিসেন্ট সোসাইটি মির্জাগঞ্জ ইউনিট ও স্বেচ্ছাসেবী সংগঠন মির্জাগঞ্জ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এ ক্লিনিং কার্যক্রম পরিচালনা করা হয়।
ক্লিনিং ক্যাম্পেইন পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শামসুল ইসলাম সোহেল,স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মাসুদুর রহমান, হেলথ ইন্সপেক্টর মোঃ জহিরুল ইসলাম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার মোঃ আরিফুর রহমান, ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার সন্দিপ দাস,ফিল্ড অর্গানাইজার সুমন্ত মন্ডল, মোসাঃ সাথী, রেডক্রিসেন্ট সোসাইটি মির্জাগঞ্জ ইউনিটের দলনেতা রাব্বি মল্লিক সহ রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যগন ও স্বেচ্ছাসেবী সংগঠন মির্জাগঞ্জ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।  রেডক্রিসেন্ট  সোসাইটি ও মির্জাগঞ্জ ফাউন্ডেশনের সদস্যরা হাসপাতালের প্রশাসনিক ও কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবনের আশপাশের এডিস মশার আবাসস্থল চিহ্নিত করে ধ্বংস করাসহ পরিস্কার করা হয়।  ক্লিনিং ক্যাম্পেইনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়।
পর্যায়ক্রমে পটুয়াখালী জেলার আটটি উপজেলায় ব্র‍্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় ক্লিনিং ক্যাম্পেইন পরিচালিত হবে বলে প্রোগ্রাম অফিসার সন্দিপ দাস জানান।


এই বিভাগের আরো খবর