শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘তাণ্ডব’ এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে

প্রতিনিধি: / ১৮৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। পরিচালক রায়হান রাফীর এই বহুল আলোচিত সিনেমাটি আগস্ট মাসে চরকি এবং হইচই-এই দুই প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুক্তির মাত্র ৭ দিনের মাথায় পাইরেসির শিকার হয়েছিল শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। সেই অপ্রীতিকর ঘটনার পর এবার সিনেমাটি বৈধভাবে ঘরে বসেই উপভোগ করতে পারবেন দর্শকরা। রায়হান রাফী বলেন, ‘প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি কিংবা আবার দেখতে চান, তাদের জন্যই ‘তাণ্ডব’-এর ওটিটি রিলিজ। বাংলা ভাষাভাষী যে কেউ, যেখানেই থাকুন, এবার সিনেমাটি দেখতে পারবেন অনলাইনে।’ এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর-এর। দীর্ঘদিন পর একই সিনেমায় দেখা গেছে শাকিব খান ও জয়া আহসানকে। এছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম ও শিবা শানু। ‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজক হিসেবে ছিল চরকি এবং নির্মাণ সহযোগিতায় ছিল দীপ্ত।


এই বিভাগের আরো খবর