শেখ আব্দুল গফুর,কপিলমুনি (খুলনা) অফিসঃ একের পর এক কপিলমুনি এলাকার অধিকাংশ খাস জমি, খাস খাল জালিয়াতের মাধ্যমে কব্জা করে চলেছেন এলাকার ভূমিদস্যু খ্যাত নির্মল কুমার মন্ডল। সারাদিন একটি ব্যাগ হাতে পাইকগাছা ভূমি অফিস সহ উপজেলা পরিষদে তাকে নিয়মিত দেখা যায়। পাইকগাছা ভূমি অফিসের কিছু
দুর্নীতিবাজ কর্মকর্তার যোগ সাজসে মালথ, কাজিমুছা, নাবা, সলুয়া, বিরাশী, হাউলী,
প্রতাপকাটি, দরগামহল ও হাবিবনগর পানি নিষ্কাষনের একমাত্র পথ ভৈরবঘাটা ও কামারআবাদ
মৌজার মানুষপোড়া খাল, মাইটখালী খাল এবং ভৈরবঘাটা খাসখাল ২৭৪/২১ নং মামলা কোটে
চলমান থাকা সত্ত্বেও নির্মল গংরা উক্ত মৌজার ১০৯ বিঘা জমি জাল-জালিয়াতির মাধ্যমে দখল করার
চেষ্টা চালাচ্ছেন । বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী
সন্ত্রাসী লোক নিয়ে একটি বাহিনী গড়ে তোলে। এদের কাজই নির্মল মন্ডল এর পক্ষে জমি দখল
করে দেওয়া। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও এখনো সক্রিয় আছে এই বাহিনী। তার এমন কর্মকাণ্ডে
এলাকার মানুষ ফুঁসে উঠেছে। তার বিরুদ্ধে এলাকায় জনরোষ তৈরি হয়েছে। এলাকার সর্বস্তরের
জনগণ নির্মল মন্ডলের বিরুদ্ধে মানববন্ধনের ডাক দিয়েছেন। আগামী ৩০ জুলাই সকাল ৮ টায়
হাবিবনগর মাদ্রাসা মোড় থেকে মানববন্ধন করার পরিকল্পনা নিয়েছেন। এই মানববন্ধন থেকে তারা
আগামীতে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেবেন এমনটাই জানিয়েছেন একটি বিশ্বস্ত সূত্র।