মির্জাগঞ্জে গাড়িতে করে প্রধান শিক্ষককে বিদায় জানালেন প্রাক্তন ছাত্ররা
প্রতিনিধি:
/ ১৪৬
দেখেছেন:
পাবলিশ:
সোমবার, ২১ জুলাই, ২০২৫
শেয়ার করুন
মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধিঃ শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিল স্যারকে বিদায় জানাতে ব্যতিক্রমী আয়োজন করেছে শিক্ষার্থীরা। ফুলে ফুলে সাজানো একটি মাইক্রোবাস গাড়িতে বসিয়ে তাঁকে প্রথমে মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফা (রঃ) মাজার শরীফে যান নামাজ আদায় এর জন্য এবং নামাজ শেষে বাড়ি পৌঁছে দেওয়া হয়। মালা পরানো আর করতালিতে ভেসে যাওয়া এক আবেগঘন মুহূর্ত। গতকাল রবিবার(২০জুলাই) বিকেল পাঁচটার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী সরকারি রহমান ইসাহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবসরে যাওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল জলিক স্যারকে সম্মান জানাতে মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ ফাউন্ডেশন ও প্রাক্তন শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করে। শেষ কর্মদিবস উপলক্ষে শিক্ষার্থীরা তাঁকে একটি করে ক্রেস্ট,জায়নামাজ ও তবজি তুলে দেয়। পরে তাঁকে ফুলের মালা পরিয়ে গাড়িতে বসিয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুবিদখালী এলাকার বাসায় পৌঁছে দেন শিক্ষক-শিক্ষার্থীরা।বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালে এ বিদ্যালয়ে যোগদান করেন এবং সুনামের সাথে দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতা করেছেন। তাঁর বাবাও এ বিদ্যালয়ের শিক্ষকতা করেছেন।
বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে মোঃ আবদুল জলিল স্যার বলেন, আমি কয়েদিন আগে এই বিদ্যালয়ের সামনে এক সড়ক দূর্ঘটনায় গুরত্বর আহত হয়েছি। তখন আমরা বিদ্যালয়ের শিক্ষক ও আমার প্রান প্রিয় সকল ছাত্র-ছাত্রীরা খোঁজ খবর নিয়েছো।
‘ আমি জানি আমার ছাত্ররা আমাকে অনেকে ভালোবাসে। কিন্তু আজকের এই আয়োজন প্রমাণ করেছে, তারা আমাকে কতটা ভালোবাসে। আজ আমার শিক্ষকতা জীবনকে সার্থক মনে হচ্ছে।’
তিনি আরো বলেন, একই বিদ্যালয়ে চাকরি করে ৩৭ বছর পর অবসরে যাচ্ছি। এসময় শিক্ষার্থীদের পড়াশোনা করানোসহ বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমি সাধ্যমতো চেষ্টা করেছি। আজকে এখানে অনেকে শিক্ষকসহ নানা পেশায় তোমরা আছো। তোমাদের আরো উজ্জ্বল হোক ভবিষ্যৎ জীবন। আর এখন যারা ছাত্র আমি চাই, তোমরা যেন ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারে। সমাজের জন্য, দেশ ও জাতির জন্য কাজ করতে পারে। এ বিষয়ে তারা যেন সর্বদা সজাগ থাকো।’
মির্জাগঞ্জ উপজেলা কল্যান ফাউন্ডেশন সভাপতি ও সহকারী শিক্ষক মোঃ আবুসলেহ এর সঞ্চালনায় বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুবিদখালী সরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আবদুল হালিম,প্রাক্তন ছাত্র সমাজকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা এম ইউ উজ্জ্বল, প্রভাষক মোঃ মাহাবুবর রহমান টুকু,মাওঃ মোঃ আবদুল মালেক, প্রধান শিক্ষক মোঃ গোলাম সরোয়ার বাদল,সহকারি শিক্ষক মোঃ লুৎফর রহমান, মোঃ কামরুজ্জামান বাঁধন ও উত্তম গোলদার প্রমূখ।