মঙ্গলবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারন কমিটির (এফপিএমসি) সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী আগস্ট মাস থেকে দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্নআয়ের পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এই কর্মসূচি চলবে ছয় মাসব্যাপী।
বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, “খাদ্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারিভাবে ৪ লাখ টন চাল আর ৮ লাখ টন গম কেনা হবে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই চাল এবং গমের দাম নির্ধারণ করা হবে। বেসরকারিভাবেও আমদানি করা হবে ৫ লাখ টন চাল।
বর্তমানে সাড়ে ১৩ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে বলেও জানান খাদ্য উপদেষ্টা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, ভোক্তারা ১৫ টাকা কেজিতে মাসে প্রতি পরিবার ৩০ কেজি চাল পায়। এমন ৫৫ লাখ পরিবার সারাদেশে পাবে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। এর আগে, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।