মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মির্জাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 

প্রতিনিধি: / ৯৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মির্জাগঞ্জ উপজেলায় উদযাপিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থিত পরিবার পরিকল্পনা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুজন সূত্র ধর।আলোচনায় বক্তারা বলেন, একটি সুশৃঙ্খল ও পরিকল্পিত পরিবার গঠনের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ অপরিহার্য।
এ লক্ষ্যে যুবসমাজকে আরও বেশি সচেতন ও সম্পৃক্ত করতে হবে। তারা আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতির প্রয়োগ ও উপকারিতার দিকগুলো তুলে ধরেন।অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিভিন্ন ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (FWA), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহকে (UH&FWC) সম্মাননা প্রদান করা হয়।পুরস্কৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আমড়াগাছিয়া ইউনিয়নের সেবিকা ও কর্মীবৃন্দ, সুবিদখালী, দেউলী সুবিদখালী, মির্জাগঞ্জ, কাকড়াবুনিয়া ও মাধবখালী ইউনিয়নের প্রতিনিধিরা।অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর