মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাপুয়া নিউ গিনিতে বন্যা ও ভুমিধসে শিশুসহ নিহত ২৩

প্রতিনিধি: / ৩১৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বিদেশ : পাপুয়া নিউ গিনির পার্বত্য অঞ্চলে বন্যা, ভুমিধস এবং প্রবল বৃষ্টিতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে, যেখানে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাঘাট ভেসে গেছে। খবর এএফপি’র। স্থানীয় সময় সোমবার দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক লুসেট ম্যান জানান, খারাপ আবহাওয়ার কারণে একাধিক স¤প্রদায়ের মধ্যে একজন মা ও শিশু নিহত হয়েছেন। ম্যান বলেন, সিম্বু প্রদেশের বিভিন্ন অংশে তিনটি পৃথক ভ‚মিধসে ২৩ জন মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে। আমরা এখনও ভারী বৃষ্টিপাত, ভ‚মিধসে পর্যুদস্ত। নদীর প্লাবনে উচ্চভ‚মিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এএফপি’র এক প্রতিবেদনের বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকায় পাহাড়িয়া এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। প্রদেশটি ছয়টি জেলা নিয়ে গঠিত এবং এর জনসংখ্যা প্রায় ৩ লাখ ৭৬ হাজার। প্রদেশটি সিম্বু নামেও পরিচিত। এ প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউ উপক‚লীয় এলাকায় আঘাত হানায় সেখানের লোকজনও ক্ষতির মুখে পড়েছে। সরকার এ দুর্যোগ মোকাবেলায় ত্রাণ সহায়তা বরাদ্দ করেছে। ২০২২ সালের বিশ্ব ঝুঁকি সূচক অনুযায়ী, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পাপুয়া নিউগিনি বিশ্বের ১৬তম সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে।

 


এই বিভাগের আরো খবর