মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা(সচিব) মো. ছালাহ উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, অসদাচারণ ও মেম্বরদের বিরুদ্ধে বানোয়াট কথাবার্তা বলে স্থানীয় লোকদেরকে ক্ষেপিয়ে তোলার অভিযোগ তুলেছেন পরিষদের চেয়ারম্যান ও মেম্বররা। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের ১২ জন মেম্বর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. ছালাহ উদ্দিন ভিডবিøউবি, ভিজিএফ, মৎস্যজীবী তালিকা, জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ কায়েম সনদ, নাগরিক পরিচয়পত্রসহ সকল সুযোগ সুবিধা নিজ ইচ্ছা খেয়ালখুশিমত পরিচালনা করে আসছেন। এসব সনদ ও বাছাই প্রক্রিয়ায় চেয়ারম্যান ও মেম্বরদের উপস্থিতি ও স্বাক্ষর থাকার কথা থাকলেও পরিষদের সচিব কৌশলে তাদেরকে বাদ দিয়ে কাগজপত্র তৈরীসহ সকল কাজ সম্পন্ন করে চলছেন। ফলে সাধারণ মানুষ বিপাকে পড়ছেন।
এ ছাড়াও অভিযোগ রয়েছে গত বুধবার পরিষদ চলাকালীন ইউপি সচিবের পছন্দের লোক জনৈক আবু বকর সংরক্ষিত ইউপি সদস্য জেসমিন বেগম, পারভীন বেগম ও ফরিদা বেগমের সাথে অসাদাচরণ করেন। ওই আবু বকরকে বিভিন্ন ধণের কাগজপত্র প্রস্তুত করতেও দেখা গেছে বলেও মেম্বারদের অভিযোগ।
এ বিষয়ে ইউপি সদস্য জেসমিন বেগম বলেন, ইউপি সচিব আমাদের সাথে একের পর এক দুব্যবহার করে আসছে। আমরা সুষ্ঠু বিচার দাবি করছি প্রশাসনের প্রতি।
এ বিষয়ে নিশানবাড়িয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ছালাহউদ্দিন বলেন, ইউপি সদস্যগণ ৫ তারিখের পর পরিষদে আসেন না। বিভিন্ন বিতরণের ক্ষেত্রে রাজনৈতিক নেতারা তালিকা করে আসছেন। আমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের কোন সত্যতা নেই।