তারেক ভাই আসছে! দেশবাসীর প্রানে দোলা লাগছে!-ড.কাজী মনির
প্রতিনিধি:
/ ২৪১
দেখেছেন:
পাবলিশ:
মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফ্রিডম আর্টিস্ট সোসাইটি ওয়েলফেয়ার অফ বাংলাদেশ এর সভাপতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কন্ঠ শিল্পী মুহিন খানের সভাপতিত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে “আসছে তারেক ভাই” একটি গানের মিউজিক ভিড়িও প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে বিএনপি নেতা ও বাগেরহাট-৪ সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি ড.কাজী মনিরুজ্জামান মনির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান আসছে বা তারেক ভাই আসছে, দেশবাসীর প্রানে দোলা লাগছে।
তিনি আরও বলেন, শহীদ জিয়া ও খালেদা জিয়ার প্রতিচ্ছবি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডুব্লিকেট। আপনারা দেখেছেন ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করিয়েছেন ও নেতৃত্ব দিয়েছেন। এমনকি জামাতের আমির একাধিক সভায় বলেছেন, জুলাই আন্দোলনের মাষ্টার মাইন্ড তারেক রহমান কিন্তু জনাব তারেক রহমান এত বড় মনের নেতা, অন্যদের সন্মানিত ও বড় করে, সেই ৫ই আগষ্ট থেকে বলেই যাচ্ছেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব হচ্ছে- ছাত্র জনতা ও ২০২৪ এর ৭ই জানুয়ারীর ফ্যাসিস্টের নির্বাচনে যে সকল রাজনৈতিক দল যায়নি তাদের।
জনাব তারেক রহমান চাইলে রাস্ট্রীয় অনেক দপ্তরের দায়িত্ব নিতে পারতেন কিন্তু না নিয়ে সারাদেশে গ্রাম ইউনিয়ন উপজেলায় গিয়ে গিয়ে পিতার মত জনগনের সাথে মিলে তাদের আহবান আবেদন অনুরোধ করতে, আসুন দেশের উন্নয়নে একটি উদ্যোগ নি, একটু চেষ্টা করি, তাহলেই এনে দিবে সফলতা। কৃষি বীজ, মুরগী, ছাগল, গরু দিয়ে সকলকে খামার করার, কাজ করার অনুরোধ করতেন। টেকনাফ থেকে তেতুলিয়া ও রুপসা থেকে পাথুরীয়া যে নেতা সকলের মনে স্থান করে নিয়েছেন তাকে নিয়ে আপনারা যারা এই গান “তারেক ভাই আসছে” শ্রম সময় ও অর্থ দিয়ে প্রকাশ করেছেন, তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ ও আপনাদের মংগল কামনা করছি। আমার হ্নদয়ে গানটি দোলা লাগিয়েছে, দেশবাসীর কাছেও গানটি খুবই হ্নদয় স্পর্শি হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল, নির্বাহী সদস্য মোঃ সালাউদ্দিন পিএম, শ্রমিকদল কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন, জাসাস সাধারন সম্পাদক জাকির হোসেন রোকন ও সংগঠনের পরিচালক, সুরকার, গীতিকার ও কন্ঠ শিল্পীগন।