কপিলমুনি (খুলনা) অফিস: ভূমি দস্যুদের হাত থেকে খুলনার কপিলমুনি ভারতচন্দ্র হাসপাতালের অবকাঠামো নির্মাণ কাজ সমাপ্ত করে হস্তান্তর, লোকবল নিয়োগ ও হাসপাতালের জায়গা দখলে ভূমি দস্যুদের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় কপিলমুনিতে
হাসপাতালের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে
স্থানীয় নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এসময় দ্রুত হাসপাতালের অবকাঠামো নির্মাণ
কাজ সমাপ্ত করে হস্তান্তর, লোকবল নিয়োগের দাবি জানানো হয়। একই সঙ্গে হাসপাতালের
জায়গা দখলের চেষ্টায় ভূমি দস্যুদের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, সমাজসেবক এম বুলবুল
আহমেদ, সাংবাদিক এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, এইচ এম শফিউল ইসলাম, শেখ
আনোয়ারুল ইসলাম, শেখ আবু তালেব প্রমুখ।