মাসুম বিল্লাহ,মির্জাগঞ্জ(পটুয়াখালী)সংবাদদাতা}: পটুয়াখালীর মির্জাগঞ্জে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ২০২৪-২৫ অর্থ বছরের প্রনোদনা কর্মসূচীর খরিপ-২ এর আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর-এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম। উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার এইচএম মোঃ হুমায়ন কবির এবং বিশেষ অতিথি বক্তব্য রাখেন,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নজরুল ইসলাম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ নাশির উদ্দিন হাওলাদার ও কৃষক মোঃ সাইফুল ইসলাম মাসুদ, মো: মাসুম বিল্লাহ, দৈনিক সকালের সময় মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রমূখ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুল্লাহ আল মামুন জানান, উপজেলা ১ হাজার ৩৫০জন কৃষকদের মাঝে জনপ্রতি আমন ধানের বীজ ৫ কেজি ,ড্যাপ সার ১০ কেজি ও পটাশ সার ১০ কেজি করে এবং নারিকেল-১হাজার ৫ শত,লেবু- ৮৫জন,মরিচ বীজ- ১০০ জন,আম-৭০ জন,তাল- ১৭৫ টি,গ্রীষ্মকালীন সবজি-৭০ জন কৃষককে, এছাড়া নিম, বেল, জাম, কাঠাল ১ হাজার শিক্ষার্থীদের মাঝে গাছের চাড়া,কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করা হয়েছে। অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি সম্প্রসারন মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ফল মেলার উদ্বোধন করেন ইউএনও মোঃ তরিকুল ইসলাম।