এম. পলাশ শরীফ, বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জের বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবাগত সভাপতি শাহারুন জামান নিপা বিদ্যালয়ের পাঠাগার পরিদর্শন শেষে স্কুল আঙ্গিনায় ফলজ ও বনজ বৃক্ষ রোপনের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।
মঙ্গলবার বেলা ১১ টায় জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের সহধর্মীনি নবাগত সভাপতি শাহারুন জামান নিপা এ সময় শিক্ষার্থীদের উদেশ্য বলেন, ছেলে মেয়েদের লেখাপড়া শুধুমাত্র পুথিগত বিদ্যার মধ্যে খাকলে চলবে না। আধুনিক শিক্ষার পাশাপাশি খেলাধূলায় দক্ষতা অর্জন করতে হবে। হ্যান্ড বল, ফুটবল ভলিবল ও ক্রিকেট অলম্পিয়ার্ড খেলায় অংশ নিয়ে এগিয়ে যেতে হবে। সমাজে বিশেষ ভূমিকা রাখতে হবে আগামি প্রজন্মের এ শিক্ষাথীদের। এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশের ভারষম্য বজায় রাখতে বনায়নের বিকল্প নেই। আজ থেকে আমাদের প্রতিটি বিদ্যালয়ের বাড়ির আঙ্গীনায় ফলজ ও বনজ গাছের চারা রোপন করতে হবে বলে সকলের প্রতি আহ্বান জানান।
বিদ্যালয় পরিদর্শন কালে তার সাথে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মহিলা দলের নেত্রী অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল, সহকারী প্রধান শিক্ষক নুরুজ্জামান শেখ, ইউনিয়ন বিএনপি সম্পাদক ইদুল হোসেন হাওলাদারসহ স্থানীয় পর্যায়ের নেত্রীবৃন্দ।