ফকিরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার ফকিরহাটে এক দিনব্যাপী তেল ও ডাল ফসল বিষয়ক কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) সকালে ফকিরহাট নবলোক পরিষদের চত্তরে IFAD, DANIDA ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং নবলোক পরিষদের বাস্তবায়নে Rural Microenterprise Transformation Project (RMTP) এর “প্রজনন বীজের বিভাজন কৌশল অনুসরণ করে বীজ বর্ধনের মাধ্যমে তেল ও ডাল ফসলের আবাদ বাড়ানো ও প্রক্রিয়াজাতকরণ” শীর্ষক ভ্যালু চেইন বিষয়ক উপ-প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন, নবলোকের জোনাল ম্যানেজার মো. মতিউর রহমান, নবলোকের কর্মসূচি সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আলী এবং মোঃ নাঈম হোসেন, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর, আরএমটিপি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. নজরুল ইসলাম, মনিটরিং অফিসার, আরএমটিপি।
মেলায় অংশগ্রহণকারী কৃষকদের মাঝে তেল ও ডাল ফসল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের বীজ নির্বাচন, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও ভ্যালু চেইন উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। তারা মাঠপর্যায়ে উৎপাদন বৃদ্ধির কৌশল ও আয় বাড়ানোর সম্ভাবনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, নবলোক পরিষদ দীর্ঘদিন ধরে এই উপ-প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলে তেল ও ডাল ফসলের উচ্চ ফলনশীল, জলবায়ু ও লবনাক্ততা সহনশীল জাতসমূহ প্রবর্তনের মাধ্যমে গুণগতমানসম্পন্ন বীজ উৎপাদন বাড়ানো, সহজলভ্য করা এবং পাশাপাশি উদ্যোক্তাদের আয় বৃদ্ধি নিয়ে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ফকিরহাট, মোল্লাহাট, বাগেরহাট সদর ও চিতলমারী উপজেলায় বিভিন্ন তেল ও ডাল ফসল বিশেষ করে সরিষা, সূর্যমুখী, তিল, মুগ, মসুর, খেসারী ও মাসকলাই ডালের জলবায়ু ও লবনাক্ততা সহনশীল প্রজনন বীজ হতে ভিত্তি বীজ উৎপাদন প্রদর্শনী বাস্তবায়ন করে আসছে। কৃষি মেলায় কৃষকরা সেসব বীজ সংগ্রহ করছে এবং বিভিন্ন জলবায়ু ও লবনাক্ততা সহনশীল জাতসমূহ সম্পর্কে জানতে পারছে।
এসময় নবলোক পরিষদের উদ্যোক্তা মোঃ আল আমিন ও এস এম মোজাহিদুল ইসলাম জানান- নবলোক পরিষদের সার্বিক সহযোগিতায় এবং প্রণোদনা গ্রহনের মাধ্যমে আমরা কোল্ড প্রেস মেশিন স্থাপন করে সরিষা, সূর্যমুখী, তিলের তেল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে উপকৃত হয়েছি এবং আমাদের মিলের তেল সরাসরি গ্রাহকরা মিল থেকে ক্রয় করছেন। এবং চাষীরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি আমাদের কাছে বিক্রি করছেন।