ঘরোয়া ক্রিকেটে রানের সুনামি বইয়ে দেওয়া ক্রিকেটার এনামুল হক বিজয়। জাতীয় দলে সুযোগ পাওয়া না পাওয়া নিয়ে আক্ষেপ হতাশাও ছিল এতদিন। আশায় বুক বেঁধে আরও একবার জাতীয় দলে সুযোগ দেওয়াও হল বিজয়কে। তবে সেই আস্থার প্রতিদানটা কি দিতে পারলেন বিজয়? ঘরের মাঠে চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে কিছুটা ভালো করলেও এবার শ্রীলঙ্কা সফরে ব্যাট হাতে একদমই সুবিধা করতে পারলেন না বিজয়। গলে দুই ইনিংসে করেছেন ০ এবং ৪ রান। কলম্বোতে দুই ইনিংসে করেছেন ০ এবং ১৯। বিজয় পরে আর সুযোগ পাবেন কিনা তাই এখন বড় প্রশ্ন। কলম্বো টেস্ট শেষে বিজয়কে দলে নেওয়ার কারণ জানিয়েছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘বিজয় ভাই ৯০০০ প্রথম শ্রেণির রান (করেছেন), ২৪টা সেঞ্চুরি, ৪৯টা ফিফটি। এরকম একজন অভিজ্ঞ প্লেয়ারকে আমরা কেন দলে নিব না? ওপেনাররা সংগ্রাম করছিল গত কয়েক বছরে। জয় জাকির কিছু ম্যাচ ভালো করলেও সেভাবে অবদান রাখতে পারেনি। এরকম একজন অভিজ্ঞ খুঁজতেছিলাম, যার পেছনে অনেক রান আছে। এটা আমার ভাবনা ছিল। এই চিন্তা থেকেই দলে তাকে নেওয়া হয়েছিল। সুযোগ ছিল করতে পারেনি। ফল দিতে পারেনি, এটা অবশ্যই হতাশার তার জন্য। যদি সামনে আসে সুযোগ, সে এটা করতে পারবে। শুধু তার উপর দোষ দেওয়া না, দল হিসেবেই আমরা ভালো করিনি।’ এছাড়া ম্যাচের চতুর্থ দিনে লিটন দাসের আউট হওয়া নিয়ে শান্ত বলেন, ‘লিটনের বলটা খুবই ভালো বল হয়েছে। অনেক সহজে উইকেট দিয়ে দিয়েছে এমন মনে হয়নি। ভালো বল হয়েছে। সেই বলের চেয়ে বেটার কোনো কিছু করা যেত কিনা আমার মনে হয়নি। খুব ভালো জায়গা থেকে টার্ন করেছে।’ কলম্বো টেস্টে ইনিংস এবং ৭৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজ হেরেছে ১-০ ব্যবধানে।