সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রাষ্ট্রীয় ব্যয় পরিকল্পনা: উপকূলের চ্যালেঞ্জ ও প্রত্যাশা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১৬২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

 স্টাফ রিপোর্টারঃ ২৮ জুন (শনিবার) ২০২৫ তারিখে খুলনার হোটেল ওয়েস্টার্ন ইন-এ AOSED ও CARE Bangladesh-এর আয়োজনে বিভাগীয় পর্যায়ের ম্যাপ সদস্যদের নিয়ে এক কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আলোচনায় হয় যে, ২০২৫–২৬ অর্থবছরের জাতীয় বাজেটে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত খাতে ৩৬,৬২২ কোটি টাকা “climate-tagged” বরাদ্দ রাখা হয়েছে, যা জাতীয় বাজেটের ৭.১% এবং জিডিপির ০.৭৪%। যদিও এটিকে কিছু অগ্রগতি হিসেবে দেখা যায়, তবে আন্তর্জাতিক মান অনুযায়ী এটি এখনও কম—যেখানে প্রয়োজনীয়তা ধরা হয় বাজেটের ১৫–২০%।
আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়: উপকূলীয় অঞ্চলের ঝুঁকি ও চাহিদাভিত্তিক তথ্যের অভাব, জনগণের অংশগ্রহণ ছাড়া বাজেট গৃহীত হওয়া, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোনো পৃথক সহায়তা প্যাকেজ না থাকা, এবং CDRFI (Climate and Disaster Risk Financing and Insurance) কাঠামো বাজেটে অন্তর্ভুক্ত না হওয়া। বিশ্বব্যাংক ও UNFCCC-এর মতে, উন্নয়নশীল দেশগুলোর বাজেটের ১৫–২০% জলবায়ু অভিযোজন খাতে ব্যয় করা উচিত, অথচ বাংলাদেশের বরাদ্দ মাত্র ৭.১%। এছাড়াও, ২০২৪ সালের CPI রিপোর্ট অনুযায়ী, বৈশ্বিক জলবায়ু অর্থায়নের মাত্র ৩% খরচ হয় জেন্ডার সংবেদনশীল প্রকল্পে। সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে আসে: উপকূলীয় অঞ্চলের জন্য ৫০০ কোটি টাকার একটি পৃথক তহবিল গঠন, CDRFI কাঠামোকে বাজেটে অন্তর্ভুক্ত ও কার্যকর করা, নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য জরুরি সহায়তা প্যাকেজ প্রদান, আগাম সহায়তা ব্যবস্থা চালু, তথ্যভিত্তিক ব্যবস্থাপনা ও মাইক্রোইনস্যুরেন্স চালু, কমিউনিটি-ভিত্তিক অভিযোজন (CBA) ও Nature-based Solutions-এ গুরুত্বারোপ, এবং উপজেলা পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে বাজেট পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও কনসালটেশন শেয়ারিং সভার উদ্দেশ্য উপস্থাপন করেন AOSED-এর নির্বাহী পরিচালক হেলেনা খাতুন। সভা সঞ্চালনা করেন বিভাগীয় ম্যাপ কমিটির সদস্য সচিব এস.এম. ফেরদৌস। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ইউআরপি বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি রায় এবং AOSED-এর লার্নিং ও অ্যাডভোকেসি অফিসার এস.কে.এম.ডি. বাহলুল আলম, যিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রিফাত জাহান উষা; কালের কণ্ঠের ষ্টাফ রিপোর্টার কৌশিক দে বাপি; ঢাকা ট্রিবিউনের বিভাগীয় প্রতিনিধি হেদায়েত হোসেন; দেশ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন; তালা উপজেলা ম্যাপের সদস্য সচিব জুলফিকার রায়হান, বাগেরহাট ম্যাপ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক ভোরের দর্পণের বাগেরহাট প্রতিনিধি সৈয়দ শওকত হোসেন, সদস্য শিক্ষক  নার্গিস আক্তার লুনা, ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী; রূপান্তরের এস.এ হালিম; ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটির নির্বাহী পরিচালক আবুল হোসেন; সাতরং মহিলা কল্যাণ সংস্থার সভাপতি শিরিনা বেগম; বাগেরহাটের হেলাল উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক উত্তম কুমার দাশ এবং খুলনা ইসলামিয়া কলেজের অধ্যাপক ইফাত সানিয়া ন্যন্সি।


এই বিভাগের আরো খবর