সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জনগনের দাবী স্থায়ী আধুনিক ডাম্পিং ব্যবস্থা; ময়লার স্তূপে পরিণত বাগেরহাটের প্রধান সড়ক, বাড়ছে জনভোগান্তি

প্রতিনিধি: / ১৩০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

সৈয়দ শওকত হোসেন,, বাগেরহাট: বাগেরহাট শহরে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় পুরো শহরের আবর্জনা
ফেলা হচ্ছে মেইন সড়কে জনদুর্ভোগ চরম পর্যায়ে চলে যাচ্ছে বলে অভিযোগ
এলাকাবাসীর। এটি এখন পরিবেশ দূষণ এবং জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এরই প্রেক্ষিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুপরিকল্পিত বর্জ্য
ব্যবস্থাপনা নিশ্চিত এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার দাবিতে বুধবার
(২৫ জুন) সকালে সড়কে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাঁধন মানব উন্নয়ন সংস্থা, গ্লোবাল প্ল্যাটফর্ম অফ বাংলাদেশ-এর সহযোগিতায়
এবং একটিভিস্টা বাগেরহাট ও রামপালের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী ও
অনলাইন একটিভিস্টা আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন,
অ্যাকশন এইড বাংলাদেশ-এর ইন্সপিরেটর সুপ্তি দাস চৈতি, বাঁধন-এর প্রজেক্ট
অফিসার সানি জোবায়ের, একটিভিস্টা সদস্য অর্ণব কুমার মিস্ত্রি, নিয়ন
প্রান্ত হালদার, সুমিত ভট্টাচার্য, তানজিলা আক্তার, রবিউল শেখ, শ্রাবণী
আক্তার, বেল্লাল মল্লিক, নাফিস ইসলাম এবং অন্যান্যরা। এছাড়া বাগেরহাট
সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, এলাকার বাসিন্দা এবং বাঁধন মানব
উন্নয়ন সংস্থার অর্ধশতাধিক যুব সদস্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার পাশে
ময়লা-আবর্জনা ফেলে নিয়মিতভাবে পরিবেশ দূষিত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে
আগামীতে পরিবেশ বিপর্যয় অনিবার্য।

যুব সদস্য অর্ণব মিস্ত্রি বলেন, “আমাদের একটাই দাবি — অতি শীঘ্রই
বাগেরহাট পৌরসভার জন্য একটি নির্দিষ্ট ডাম্পিং স্থান নির্ধারণ করতে হবে।”

যুব সদস্য রবিউল ইসলাম বলেন, “আমরা আমাদের এ আন্দোলন চালিয়ে যাবো এবং
জনবহুল এলাকায় ময়লা ফেলতে দেবো না।”

এ বিষয়ে ক্লিন প্রাণের বাগেরহাটের একজন কর্মকর্তা জানান, তারা তিন বছরের
জন্য পৌরসভার ময়লা ফেলার ঠিকাদারি পেলেও পৌরসভা প্রতিটি ওয়ার্ডে একটি করে
কনক্রিট ডাম্পিং পয়েন্ট নির্মাণের কথা দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি। এ
কারণে বাধ্য হয়ে খোলা জায়গায় ময়লা ফেলতে হচ্ছে, যদিও তারা এটি পছন্দ
করেন না।

এ বিষয়ে স্থানীয় সরকার উপ-পরিচালক ও বাগেরহাট পৌরসভার প্রশাসক ডা. মোঃ
ফকরূল হাসান বলেন, “বাগেরহাট পৌরসভার ময়লা আবর্জনা ফেলার জন্য আমাদের
বাজেট রয়েছে, কিন্তু নির্দিষ্ট জমি না থাকায় স্থানীয়ভাবে ডাম্পিং
সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। যথাযথ স্থান পাওয়া গেলে আমরা খুব
শীঘ্রই তা বাস্তবায়ন করব।”

কর্মসূচি থেকে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, শীঘ্রই একটি সুনির্দিষ্ট
সমাধান হবে এবং পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর বাগেরহাট নগরী নিশ্চিত করতে
কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।


এই বিভাগের আরো খবর