কুয়াশায় ঢেকে গেছে ভোর
দুপুরে ঝড়ের পূর্বাভাস
তবু হেঁটে গেছি
হেঁটে হেঁটে এপথ ওপথ
কখনো বা গন্তব্যের খোঁজে
পায়ে পায়ে গড়ে নিয়েছি নতুন পথ
পথেই পেয়েছি অভিজ্ঞান
বলেছে প্রতীতি – এত বড় পৃথিবীর
আছে আরো অনেক দুয়ার
বলেছে প্রত্যয় –
বলেছে প্রত্যাশা –
পরের পাহাড় পেরুলেই হয়তো দেখতে পাবে
জীবন দাঁড়িয়ে আছে কোনো দরজায়
গোলাপ হাতে শুধু তোমারই প্রতীক্ষায়….