শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রতিনিধি: / ১৬৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ জুন, ২০২৫

ময়মনসিংহের তারাকান্দার বাগুন্দিয়া এলাকায় যাত্রীবোঝাই বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। রোববার বেলা সোয়া ১২টার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, ময়মনসিংহ-শেরপুর রুটের তারাকান্দার বাগুন্দিয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং তিন জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘাতক বাসচালক পালিয়ে গেছে।


এই বিভাগের আরো খবর