রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

করোনা থেকে সুরক্ষিত পড়ুন এই দোয়া

প্রতিনিধি: / ৪৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫

বর্তমানে আবারও করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। সতর্কতা ও সচেতনতার নানান কর্মসূচি চলছে। করোনার ব্যাপারে ভীত সন্ত্রস্ত না হয়ে সতর্কতার সাথে সাথে বর্ণিত দোয়া গুলোর উপর গুরুত্বের সাথে আমল করা উচিত। তাহলে করোনা সহ সকল জটিল, কঠিন ও দুরারোগ্য ব্যাধি থেকে সুরক্ষা সহজ হবে, ইনশাআল্লাহ। দৈনন্দিন সকাল-সন্ধ্যা তিন তিনবার পাঠ করুণ এই দোয়া-
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ উচ্চারণ: বিসমিল্লা-হিল্লাজি, লা ইয়াদুররু মাআসমিহি শাইয়ুন ফিল আরদি, ওয়ালা ফিস সামায়ি, ওয়া হুয়াস সামিউল আলিম।

অর্থ: আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও যমীনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী।

ফজিলত: হাদিস শরিফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি সকাল বেলা তিনবার এবং সন্ধ্যা বেলা তিনবার এই দোয়াটি পাঠ করবে, ঐ দিনে বা রাতে কোন বিপদ তাকে স্পর্শ করবে না। (সুনানে আবু দাউদ: ৫০৮৮)

প্রত্যেক ফরজ নামাজের পর অন্তত পক্ষে একবার পাঠ করুণ এই দোয়া-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ‏ উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নি আঊযুবিকা মিনাল বারাসি, ওয়াল জুনূনি, ওয়াল জুযা-মি, ওয়া মিন সাইয়্যিয়িল আসক্বাম।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে শ্বেত, উন্মাদনা, কুষ্ঠ এবং সমস্ত দুরারোগ্য ব্যাধি হতে আশ্রয় চাই।

ফজিলত: হাদিস শরিফে বর্ণিত হয়েছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দোয়া পাঠ করার মাধ্যমে এ সকল ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করতেন। (সুনানে আবু দাউদ, হাদিস নং ১৫৫৪)

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা! আসুন আমরা বিচলিত না হয়ে বিশুদ্ধভাবে দোয়া পাঠ করি। অন্যদেরকে দোয়া শিক্ষা দেই।তাহলে আমরা করোনা সহ অন্যান্য জটিল কঠিন ব্যাধি ও বিপদ-আপদ বালা মুসিবত থেকে বেঁচে থাকতে পারবো, ইনশাআল্লাহ।


এই বিভাগের আরো খবর