সর্বশেষ :
পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলন অব্যাহত

প্রতিনিধি: / ১০৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ জুন, ২০২৫

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ জুন) আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা। তাদের দাবি, সরকারের প্রণীত নতুন অধ্যাদেশটি একটি “কালো অধ্যাদেশ” যা “গোপনে” পাশ করানো হয়েছে, এবং এটি সরকারি কর্মচারীদের অধিকার ক্ষুণ্ন করছে।

সোমবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।

তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট অধ্যাদেশটি কোনো আলোচনার মাধ্যমে নয়, বরং উপদেষ্টা পরিষদের মাধ্যমে “চুপিসারে” পাশ করানো হয়েছে। এ অধ্যাদেশকে “ঘৃণাভরে প্রত্যাখ্যান” করার পাশাপাশি তিনি বলেন, “সরকার আমাদের সঙ্গে সাপলুডু খেলা খেলছে।”

আন্দোলনকারীদের মতে, ঈদের আগে যেটিকে বিশেষ প্রণোদনা ভাতা বলা হয়েছিল, সেটিও ছিল “প্রতারণা”। মো. নুরুল ইসলাম বলেন, “এই ভাতা ছিল ‘ফাঁকিবাজি’ ও ‘বিশেষ প্রতারণা’। এটা কোনো সুবিধা নয়। আমরা এটি মেনে নেব না।”

তিনি অভিযোগ করেন, আন্দোলনের আগে সরকারের তরফ থেকে আলোচনার আশ্বাস থাকলেও এখনও পর্যন্ত কোনো প্রস্তাব আসেনি। এ বিষয়ে তিনি বলেন, “আমরা রোদে পুড়ে আন্দোলন করছি, আর সরকার এসিতে বসে আছে।”

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানলে বিভাগীয় পর্যায়ে সম্মেলন ডাকা হবে এবং নতুন নতুন দাবি যুক্ত করা হবে। ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বলেন, “আমরা সংশোধন বা পরিবর্তন চাই না, কেবল অধ্যাদেশ বাতিল চাই। কোনো পিছু হটার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “এ অধ্যাদেশ বাতিল করলে আমরা নীরবে ঘরে ফিরে যাব। কিন্তু যদি আমাদের আন্দোলনকে অবজ্ঞা করে সরকার আগুনে ঘি ঢালে, তাহলে আমরা এমন খেলা খেলব যাতে সরকার আর ঘরে ঢুকতে পারবে না।”

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় সচিবালয়ের বাদাম তলায় জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন মো. নুরুল ইসলাম। তিনি বলেন, “প্রতিটি মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে কর্মচারীরা এখানে আসবেন। যদি না আসেন, তাহলে ধরে নেব তারা ফ্যাসিস্ট সরকারের দোসর।”

এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান এবং আন্দোলন আরও জোরদার করার প্রস্তুতির কথাও জানান তিনি।


এই বিভাগের আরো খবর