সর্বশেষ :
ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ জাপানে অসাংবিধানিক জলবায়ু নিষ্ক্রিয়তার অভিযোগে সরকারের বিরুদ্ধে মামলা
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অন্যায় কখনও স্থায়ী হয়নাঃ কেন্দ্রীয় নেতা ড. ওবায়দুল ইসলাম

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ জুন, ২০২৫

এম.পলাশ শরীফ, বাগেরহাট:  বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবি এম ওবায়দুল ইসলাম বলেছেন, অন্যায় কখনও স্থায়ী হয় না। অন্যায় স্থায়ী হলে শেখ হাসিনা মাত্র চারটি ব্যাগ নিয়ে পালিয়ে যেত না। অসত্য মিথ্যা নিয়ে বেশীদিন টিকে থাকে না। আমরা বলতে চাই ন্যায়ের পথ সঠিক পথ, অন্যায়কে ঘৃনা করতে হবে। আমার দলের মধ্যে যদি অন্যায়কারি থেকে থাকে তাদেরকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর বাজারে গণসংযোগ শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার নব্বইরশী বাসষ্ট্রান্ড থেকে গণসংযোগটি পৌর শহরের বিভিন্ন সড়কে ব্যবসায়ীদের সাথে ও  ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগ শেষে বাজার চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. এবি এম ওবায়দুল ইসলাম।
এর আগের দিন সোমবার তিনি তেলিগাতি, পঞ্চকরণ, বলইবুনিয়া ইউনিয়নে পৃথকভাবে তিনি ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।
এ সময় তার সাথে ছিলেন তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপি সদস্য কাজী মনিরুল হক ফরাজী, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল, উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান পলাশ, বিএনপি নেতা এ্যাড. মেহেদী হাসান ইয়াদ,  পৌর মহিলা দলের সভাপতি মুক্তা খানম মাহমুদা, বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আহম্মেদ গাউস, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আবু সালেহ, ছাত্রদল নেতা সজল বেপারী সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর