সর্বশেষ :
সদস্য কাজীবাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আজ মোরেলগঞ্জ মুক্তদিবস ৮ চিকিৎসকের কাঁধে দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে নগদ টাকাসহ ৮জুয়ারী আটক

প্রতিনিধি: / ৩০২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চুলকাঠি এলাকায় অভিযান চালিয়ে নগদ ১৬ হাজার ৩০০ টাকাসহ ৮জুয়ারী আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশেরি একটি চৌকস টিম। রবিবার (১৭ মার্চ) রাতে পুলিশের অভিযানিক ওই টিমের নেতৃত্ব দেন বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান। আটক জুয়ারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান।

আটক জুয়ারীরা হলো, বাগেরহাটের সুনগর এলাকার   মিজান শেখের ছেলে মোঃ আঃ করিম শেখ (২০), আলামিন শেখের ছেলে মোঃ রাসেল শেখ (২৩), মৃত উকিল হাওলাদারের ছেলে মোঃ কালাম হাওলাদার (২৫)। হাকিমপুর গ্রামের মৃত নুর আলী শেখের ছেলে মোঃ নুরজ্জামান শেখ(৪০)। সৈয়দপুর গ্রামের মৃত রুহুল কুদ্দুসের ছেলে মোঃ হাবিব শেখ (৫০), মান্নান ফরাজির ছেলে মোঃ আরিফুল ফরাজি (৩২), ভট্টবালিয়াঘাটা গ্রামের আবুল শেখের ছেলে মোঃ জাহিদ শেখ (৩৬) ও রামপাল উপজেলার কাপাশডাঙ্গা গ্রামের ফেরদৌস আলী গাজীর ছেলে মোঃ ফরাদ আলী গাজী (৪১)।

ওসি মোঃ সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহদয়ের নির্দেশনায় অভিযান চালিয়ে ৮ জুয়ারীকে আটক করা হয়। অভিযানে নগদ ১৬ হাজার ৩০০ টাকা, দুই ব্যান্ডেল জুয়া খেলার তাস, দুইটা মোটরসাইকেল, তিনটা বাইসাইকেল, একটি ভ্যান জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর