এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার
প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সদর উপজেলার চাঁপাতলা গ্রামের আব্দুর রশিদ
শেখের ছেলে মহি শেখ।
শুক্রবার (৩০ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন
অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মহি শেখ লিখিত অভিযোগে বলেন, বুধবার ২৮মে বিকাল সাড়ে
তিনটার দিকে বসত বাড়ীর বাহিরে অবস্থান করছিলাম। পরিবারের লোকজন বাড়ীতে
অবস্থান করাকালে পূর্ব বিরোধের জের ধরে পার্শ্ববর্তী আনিচ মল্লিক, লিলি
বেগম, ফাতেমা বেগম, বেগম শাওন মল্লিক, আতিয়ার শেখ দেশীয় অস্ত্র নিয়ে
বেআইনিভাবে বসত বাড়িতে প্রবেশ করে। তারা বসত ঘরের সামনের গড়াবেড়া ভাংচুর,
বসত ঘরের জানালার গ্রীল, প্রবেশের দরজা, ঘরের টিন কুপিয়ে ও হাতুর দিয়ে
আঘাত করে বসতঘর মারাত্মকভাবে ক্ষতি করে।
আমার কন্যা ঝর্না আক্তার বাধা দিলে বিবাদী লিলি বেগম আমার কন্যার গলার
ধরিয়া ধাক্কা দেয় এবং হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও খুন করার
হুমকি দিয়া ঘটনাস্থল ত্যাগ করে। তিনি হামলার ঘটনার সঠিক তদন্ত করে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে এ সময় পার্শ্ববর্তী সোহান সরদার উপস্থিত ছিলেন।