• বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:২৯
সর্বশেষ :
ফকিরহাটে ইউপি সদস্যবৃন্দের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ ফকিরহাটে ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জ শরণখোলায় ৫০ হাজার সদস্য নবায়ন ফর্ম বিতরণ করলো বিএনপি স্লোভাকিয়ায় বাদামি ভালুকের মাংস বিক্রির পরিকল্পনা গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, আহত ৪৭ পরিত্যক্ত বাড়ি থেকে মেক্সিকোতে ১৭ মরদেহ উদ্ধার জাতিসংঘের সতর্কবার্তা আগামী চার বছরে বাড়তে পারে বৈশ্বিক গড় উষ্ণতা রাশিয়ার বিমান চলাচল ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাহত : মস্কো ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ৯ জনসহ নিহত ১৬ ইসরায়েল শিগগিরই ইরানে হামলার প্রস্তুতি নিতে পারে : রিপোর্ট

জাপানকে হারিয়ে বিশ্বের শীর্ষ ঋণদাতার মর্যাদায় জার্মানি

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

বিদেশ : বিশ্বের শীর্ষ ঋণদাতার মর্যাদা হারালো জাপান। জাপান দীর্ঘ ৩৪ বছর পর আর বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ নেই। জার্মানির কাছে তারা এই মর্যাদা হারিয়েছে। যদিও গত বছর জাপানের বৈদেশিক সম্পদের পরিমাণ রেকর্ড পরিমাণে বেড়েছিল বলে  মঙ্গলবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে টোকিও থেকে এএফপি জানিয়েছে, ২০২৪ সালের শেষ নাগাদ জাপানের নিট বৈদেশিক সম্পদের পরিমাণ ছিল ৫৩৩.০৫ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৩.৭ ট্রিলিয়ন ডলার), যা আগের বছরের তুলনায় ১২.৯ শতাংশ বেশি। যেখানে জার্মানির নিট বৈদেশিক সম্পদ ছিল ৫৬৯.৬৫ ট্রিলিয়ন ইয়েন, যা জাপানের চেয়ে বেশি হওয়ায় জার্মানি প্রথম স্থান অধিকার করেছে। জাপান ১৯৯১ সাল থেকে এই তালিকায় শীর্ষে ছিল। সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেন, জাপান সরকার এই পরিবর্তনকে খুব গুরুত্ব দিচ্ছে না। কারণ, নিট বৈদেশিক সম্পদ অনেক বিষয় দ্বারা নির্ধারিত হয়, যেমন আর্থিক সম্পদ ও দায়ের মূল্যের পরিবর্তন এবং অর্থপ্রদানের ভারসাম্য। তিনি আরও বলেন, ‘এই দিকগুলো বিবেচনা করলে দেখা যায় যে জাপানের বৈদেশিক সম্পদ ধারাবাহিকভাবে বাড়ছে। কেবল র‌্যাংকিং পরিবর্তনকে দেশের অবস্থান বদলের বড় কোনো ইঙ্গিত হিসেবে দেখা উচিত নয়।’ অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চীন ৫১৬.২৮ ট্রিলিয়ন ইয়েন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এরপর রয়েছে হংকং (৩২০.২৬ ট্রিলিয়ন ইয়েন) এবং নরওয়ে (২৭১.৮৩ ট্রিলিয়ন ইয়েন)। তথ্য অনুযায়ী, দুর্বল ইয়েনের কারণে জাপানের জন্য বৈদেশিক সম্পদ ও দায় উভয়ই বেড়েছে। তবে বিদেশে ব্যবসায়িক বিনিয়োগ বৃদ্ধির কারণে সম্পদ দ্রুত গতিতে বেড়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com