বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত ‘জিসম’ সিনেমা ২০০৩ সালে মুক্তি পায়। অমিত সাঙ্নো পরিচালিত ইরোটিক থ্রিলারটি দর্শকদের চমকে দিয়েছিল। এতে আবেদনময়ী রূপে দেখা যায় বিপাশা বসুকে। পর্দায় জন আব্রাহামের সঙ্গে বিপাশার রসায়ন তুমুল চর্চায় পরিণত হয়েছিল। ‘জিসম’ সিনেমা নিয়ে নানাজন নানা মত প্রকাশ করেছেন। বিপাশার ক্যারিয়ারেও স্পর্শকাতর তকমা সেঁটে দেওয়া হয়েছে। নানা মুনির নানা মত থাকলেও ‘জিসম’ সিনেমা বিপাশার কাছে- ‘গুরুত্বপূর্ণ একটি চলচ্চিত্র। এই সিনেমা বলিউডের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।’ জুম-কে সাক্ষাৎকার দিয়েছেন বিপাশা বসু। এ আলাপচারিতায় এই অভিনেত্রী বলেন, “ক্যারিয়ারের শীর্ষে অবস্থান করার সময়ে আমি ‘জিসম’ সিনেমায় অভিনয় করি। প্রত্যেকে বলেছিলেন, ‘তুমি প্রাপ্তবয়স্কদের সিনেমায় অভিনয় করো না। তুমি এখন হিন্দি সিনেমার প্রতিষ্ঠিত একজন নায়িকা।’ আমি বলেছিলাম, গল্পটি আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি কাজটি করব। সিনেমাটি না করার জন্য সবাই বাধা দিয়েছিলেন। আমার ম্যানেজার ভেবেছিল, আমি পাগল হয়ে গেছি।” ‘জিসম’ সিনেমায় বিপাশার চরিত্র পপ-সংস্কৃতির অংশ হয়ে উঠেছিল। তার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে অনেক নারী ‘ব্রোঞ্জ লুক’ আনেন বলেও দাবি এই অভিনেত্রীর। বিপাশা বলেন, “সর্বশেষ সিনেমাটি ভালো সাড়া ফেলে। তারপর সবকিছু বদলে যায়। মেয়েরা চুল কার্লি করতে শুরু করেন। ব্রোঞ্জ লুক আনেন। এখানে এমন কোনো ধরাবাঁধা বিষয় ছিল না, যার জন্য এই নেতিবাচক চরিত্র নারীরা করতে পারবে না। সিনেমাটি মুক্তির পর সবকিছু বদলে যায়। এটি আমার জন্য উদাহরণ। এটি একটি গুরুত্বপূর্ণ সিনেমা।” ব্যক্তিগত জীবনে অভিনেতা করণের সঙ্গে ঘর বেঁধেছেন বিপাশা। ‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে তাদের প্রথম বন্ধুত্ব। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হন বিপাশা। আপাতত স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। বিপাশা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যালন’।
https://www.kaabait.com