• বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:৩৫
সর্বশেষ :
ফকিরহাটে ইউপি সদস্যবৃন্দের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ ফকিরহাটে ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জ শরণখোলায় ৫০ হাজার সদস্য নবায়ন ফর্ম বিতরণ করলো বিএনপি স্লোভাকিয়ায় বাদামি ভালুকের মাংস বিক্রির পরিকল্পনা গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, আহত ৪৭ পরিত্যক্ত বাড়ি থেকে মেক্সিকোতে ১৭ মরদেহ উদ্ধার জাতিসংঘের সতর্কবার্তা আগামী চার বছরে বাড়তে পারে বৈশ্বিক গড় উষ্ণতা রাশিয়ার বিমান চলাচল ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাহত : মস্কো ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ৯ জনসহ নিহত ১৬ ইসরায়েল শিগগিরই ইরানে হামলার প্রস্তুতি নিতে পারে : রিপোর্ট

ডেমি লোভেটো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন

প্রতিনিধি: / ২৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

গানের মঞ্চ থেকে ব্যক্তিগত জীবনের মঞ্চে এবার নতুন অধ্যায়ের সূচনা করলেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ডেমি লোভেটো। এবার দীর্ঘদিনের সঙ্গী ও সহশিল্পী জর্ডান ‘জুটস’ লুটসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। ক্যালিফোর্নিয়ার একটি ঘনিষ্ঠ অনুষ্ঠানে পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই স্বপ্নময় আয়োজন। আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’ নিশ্চিত করেছে বিয়ের বিষয়টি। ডেমির বিয়ের সাজ ছিল ঠিক যেন তার গানের মতোই। তিনি পরেছিলেন বিশ্বখ্যাত ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউডের ডিজাইন করা পার্ল-সাদা গাউন, যার সঙ্গে ছিল আইভরি রঙের ক্যাথেড্রাল দৈর্ঘ্যরে টিউল ভেইল। পরে পোশাক পাল্টে তিনি পরেন ‘দ্য অড্রি’ নামের হালকা ঝলমলে একটি সিল্ক ড্রেস, মুক্তা দিয়ে সূক্ষ্মভাবে হাতে তৈরি। জর্ডান লুটস, যিনি সংগীতজগতে ‘জুটস’ নামে পরিচিত। একসময় চলচ্চিত্র ও বাস্কেটবল সংশ্লিষ্ট কাজ করলেও এখন তিনি একজন স্বাধীন সংগীতশিল্পী। তাদের প্রথম পরিচয় ২০২২ সালে, ডেমির অ্যালবাম ‘হলি ফাক’-এ কাজ করতে গিয়ে। সেখানেই ‘সাবস্ট্যান্স’ ও ‘হ্যাপি এন্ডিং’ গানের সহলেখক হিসেবে কাজ করেছিলেন জর্ডান। সেখান থেকে গড়ে ওঠা বন্ধুত্ব পরিণত হয় ভালোবাসায়। ২০২৩ সালের ডিসেম্বরে ডেমিকে একান্ত পরিবেশে গান গেয়ে বিয়ের প্রস্তাব দেন জর্ডান, সঙ্গে ছিল পিয়ার-শেপ একটি হীরার আংটি। ডেমি পরে বলেন, ‘জর্ডান শুধু আমার প্রেমিক নয়, সে আমার সবচেয়ে ভালো বন্ধু।’ এই দম্পতি মানসিক স্বাস্থ্য, নিরাময়প্রক্রিয়া এবং ব্যক্তিগত সংগ্রাম নিয়ে বরাবরই খোলামেলা কথা বলেন। তাদের সম্পর্ক ছিল একে অপরের পরিপূরক-পেশাগত ও ব্যক্তিগত দুই ক্ষেত্রেই। বিয়ের পর সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই দম্পতি জানান, আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে অত্যন্ত আনন্দিত। ডেমি ও জর্ডানের এই বিবাহ আন্তর্জাতিক অঙ্গনে সংগীতপ্রেমী ও ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের জন্ম দিয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com