শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ মে, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের পাশে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলো অপসারণে
অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। বুধবার (১৪ মে) সকাল থেকে
দড়াটানা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে এই অভিযান শুরু হয়, যার নেতৃত্বে
ছিলেন খুলনা জোনের এস্টেট ও আইন শাখার সিনিয়র সহকারী সচিব পিযুষ চন্দ্র
দে।

অভিযানকালে উপস্থিত ছিলেন বাগেরহাট সওজ-এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল
ইসলাম, স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস এবং অন্যান্য দপ্তরের
কর্মকর্তারা।

সকালে টোলপ্লাজার দক্ষিণ পাশ, বাসস্ট্যান্ডের আশপাশ, জেলা প্রশাসকের
কার্যালয়ের বিপরীত দিক ও দশানী এলাকা সহ বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ
দোকানঘর, টিনশেড ও পাকা-আধাপাকা স্থাপনাগুলো অপসারণ করা হয়। সড়ক বিভাগের
ব্যবহৃত বুলডোজার দিয়ে বিকেল পর্যন্ত প্রায় ২০০টির বেশি স্থাপনা ভেঙে
ফেলা হয়। এই অভিযান বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা পর্যন্ত চলবে বলে
জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম। তিনি জানান, দুই দিনে
নওয়াপাড়া মোড় থেকে মহিষপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার
এলাকাজুড়ে এই অভিযান পরিচালিত হবে।

তিনি আরও বলেন, “অনেক জায়গায় পৌরসভার মাধ্যমে অবৈধভাবে দোকান বরাদ্দ
দেওয়া হয়েছিল, যেগুলো অপসারণ করা হয়েছে। পাশাপাশি প্রভাবশালীদের দখলে
থাকা স্থাপনাও উচ্ছেদ করা হচ্ছে। কেউ কেউ টোং ঘর বানিয়ে সড়কের জায়গায়
ব্যবসা করছিলেন—সেসবও সরিয়ে ফেলা হয়েছে।”

অভিযানের সমন্বয়কারী পিযুষ চন্দ্র দে জানান, “অভিযান শুরুর আগে সড়কের
জমির সীমানা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, মাইকিং, গণমাধ্যমে বিজ্ঞপ্তি এবং
সর্তকতা জারি করা হয়েছিল। তারপরও যারা নিজ উদ্যোগে স্থাপনা সরায়নি, তাদের
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে নতুন করে কেউ সড়কের জায়গা
দখল করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত তদারকি চালানো হবে।”


এই বিভাগের আরো খবর