বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত জাপানে

প্রতিনিধি: / ২৬০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বিদেশ : জাপানে দক্ষিণাঞ্চলে দেশটির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ওটা প্রদেশের হিডা শহরে এই দুর্ঘটনা ঘটেছে। হেলিকপ্টারটি জাপানি প্রতিরক্ষা বাহিনীর ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় একটি টেলিভিশনের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এই দুর্ঘটনার ফলে হেলিকপ্টারটির ক্রু বা যাত্রীদের সঙ্গে কি ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হেলিকপ্টারটিতে আরোহী কতজন ছিল তাও স্পষ্ট জানা যায়নি। তবে খবরে বলা হয়েছে, স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছেছেন। অনুসন্ধান ও উদ্ধারকাজে অংশ নিয়েছেন তারা। স্থানীয় দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের কারণে হিডা শহরে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর