এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের ব্যবসায়ী ছাত্রদল কর্মী শাফায়েত হোসেন তালুকদার হত্যার ঘটনায় শুক্রবার সকালে বাগেরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ নিহতের কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারের পাশে গিয়ে সমবেদনা জানান।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য, বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক মনিরুল হক ফরাজী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, কচুয়া উপজেলার বিএনপি নেতা শহিদুল ইসলাম খোকন, খাউলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মাষ্টার আসাদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান বলেন, বিচার বর্হিভূত হত্যা, গুম, খুন, বিএনপি সমর্থন করেনা। নিহত শাফায়েত ছাত্রদলের একজন কর্মী ছিলেন। তার বিরুদ্ধে কোন অপরাধের অভিযোগ ছাড়াই আইনশৃংখলা বাহিনী পিটিয়ে তাকে মেরে ফেলেছে এমন অভিযোগ ওই পরিবারের। তিনি এ হত্যার সঠিক তদন্ত পূর্বক বিচারের দাবি জানিয়েছেন উর্দ্ধতন প্রশাসনের প্রতি। এ সময় নিহত সাফায়াতের পিতা-মাতাকে সঠিক বিচারের আশ্বাস্ত প্রদান করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ৮টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শাহজাহান হাওলাদারের বাড়িতে তার ছেলে সোহেল হাওলাদারকে একটি মামলার ওয়ারেন্টি আসামী তাকে আটকের জন্য এস আই পিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। ওই অভিযানের সময় তার চাচাতো ভাই জিউধরা গ্রামের ফারুক হোসেন তালুকদারের ছেলে ছাত্রদল কর্মী মৎস্য ঘের ব্যবসায়ী সাফায়েত তালুকদারকে আটক করে পুলিশের মারপিটে ঘটনাস্থালে সে মারা যায়।
https://www.kaabait.com