কবির রহমান
ধর্ম-জাতি, ভাষা ভিন্ন,
তবু আমরা একে অন্যের আপন।
হৃদয়ে বাজে একতাই গান,
ভুলে যাই বিভেদের বয়ান।
হাতে হাত রেখে চলি,
ভালোবাসার সুরে জাগে ঢ়ুলি।
কেউ হিন্দু, কেউ বা মুসলমান,
কিন্তু মন তো সবার সমান।
বৌদ্ধ মঠে বাজে শান্তির সুর,
গির্জার ঘণ্টা জানায় শুভপুর।
এক আকাশে রঙিন তারা,
ভিন্ন পথেও একই ধারা।
নদী যেমন বুকে সব জল নেয়,
তেমনি মানুষ হৃদয় দিয়ে চেনে।
সম্প্রীতির দীপ জ্বালাও বন্ধু,
এই তো চিরন্তন জীবনের মন্ত্র।