বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বৃষ্টির গান

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

হাসান খান

মেঘলা আকাশ, গুমোট হাওয়া,
হঠাৎ ঝমঝম বৃষ্টি এসে যাওয়া।
টিনের চালে নুপুর বাজে,
ধরা পড়ে সুরের মাঝে।

পাতার কোলে জলধারা,
ছোট্ট পাখির জলস্নান কারা?
কাদার পথেও ছন্দ জাগে,
পদচিহ্নে বৃষ্টির রাগে।

ছাতা ভিজে, মনও ভেজে,
কান্না মেশা গানটি বেজে।
বৃষ্টির ছোঁয়ায় ধরা পবিত্র,
প্রকৃতির প্রাণ ফিরে পায় চিত্র।

ছোট্ট ছেলের হুটোপুটি,
কাক ডাকে ছাদের পটি।
তবুও এমন দিনের আশা,
জলছবিতে মাখা ভালোবাসা।

 


এই বিভাগের আরো খবর