• শনিবার, ১০ মে ২০২৫, ০১:৪৬

স্বামীর নির্যাতনের অভিযোগে বাগেরহাটে স্ত্রীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি: / ৫৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া ২য় বিয়ে করাসহ একাধিক অভিযোগে
প্রথম স্ত্রী ফাতেমা আক্তার তার স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।
সোমবার (০৫ মে) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
হয়। এ সময় ফাতেমা আক্তারের দুই কন্যা শিশু তার সাথে উপস্থিত ছিল।
সংবাদ সম্মেলনে ফাতেমা অভিযোগ করেন, “স্বামীর সুখের আশায় আমি কষ্ট করেও
তার সব আবদার পূরণ করেছি। এমনকি তার বাড়িতে পাকা ঘর নির্মাণে ১০ লাখ
টাকা ও চাকরি পেতে কয়েক লাখ টাকা ব্যয় করেছি। বর্তমানে সে মোল্লাহাট
উপজেলা নির্বাচন অফিসে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত।”
ফাতেমা জানান, দ্বিতীয় সন্তান জন্মের পর থেকে তার স্বামী শারীরিক ও মানসিক
নির্যাতন শুরু করেন এবং সন্তানসহ তাকে ভাড়া বাসায় ফেলে নিজ গ্রামে চলে
যান। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে খুলনা পারিবারিক আদালতে ভরণপোষণ ও
নির্যাতনের অভিযোগে মামলা (নং-১৭৪/২৪) করেন এবং চেক ডিজঅনারের একটি
মামলা (নং-১১৮০/২৪) দায়ের করেন খুলনা আমলী আদালতে।
ফাতেমা আরও জানান, মামলা দায়েরের পর থেকে ইরাদুল তাকে মামলা তুলে নেওয়ার জন্য
নানাভাবে হুমকি দিয়ে আসছে। সর্বশেষ ২১ এপ্রিল একটি তালাকনামা পাঠায়
এবং পরে জানা যায়, সে আরও তিন মাস আগেই ফকিরহাট উপজেলার এক নারীকে
বিয়ে করেছে ও তার সঙ্গেই সংসার করছে।
ফাতেমা অভিযোগ করেন, “ইরাদুল বিভিন্ন নাম\^ার থেকে ফোন করে অশ্লীল ভাষায়
গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়। এ বিষয়ে আমি খুলনা সদর থানায় একটি
সাধারণ ডায়েরি করেছি (নং-২৩১)।”

তিনি বলেন, “আমি দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আপনাদের
মাধ্যমে একজন মুখোশধারী প্রতারক স্বামীর আসল রূপ জাতির সামনে তুলে ধরতে
চাই।”


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com