সর্বশেষ :
পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে পরীক্ষা কেন্দ্রে ভেন্যু বহাল রাখার দাবিতে শিক্ষার্থীদের  সড়ক অবরোধ

প্রতিনিধি: / ২৩৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ মে, ২০২৫

মোরেলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জে সেলিমা বাদ ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভেন্যু বহাল রেখে নিজ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ মানববন্ধন করেছেন। সোমবার বেলা ১১ টায় মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের দৈবজ্ঞহাটী বাজারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এ সময় সেলিমাবাদ ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন থেকে অভিযোগ তুলে  বলেন, ১৯৯৩ সাল থেকে সেলিমাবাদ ডিগ্রী কলেজের এইচএসসি ৪টি কলেজের পরীক্ষার্থীরা ও কেন্দ্রের ভেন্যু হিসেবে দৈবজ্ঞহাটী বিশেশ্বর মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে আসছেন। এ বছর হঠাৎ করে বোর্ড কর্তৃক ঘোষিত নিজ কেন্দ্রে ভেন্যুতে পরীক্ষা দেওয়া যাবে না। ২০ কিলোমিটার দূরত্বে কচুয়া থানায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাথীদের পরীক্ষার নির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীরা বোর্ড কর্তৃক এ নির্দেশনা প্রত্যাহারসহ নিজ ভেন্যুতে পরীক্ষা বহাল রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে এ সময় বক্তৃতা করেন শিক্ষার্থী তুহিন শেখ, সাদিয়া আক্তার, নিদিন আক্তার, লাব্বাইক হাওলাদার, শাকিল শেখ, রাহাতুল ইসলাম বীর।


এই বিভাগের আরো খবর