বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হুথিদের এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিনিধি: / ২৩২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

বিদেশ : এডেন উপসাগরে একটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে এ হামলায় কোনও জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সেন্টকমের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষেপণাস্ত্রটি কোনও জাহাজেই আঘাত করেনি এবং হতাহত বা ক্ষয়ক্ষতিরও কোনও খবর পাওয়া যায়নি।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘এরপরহুথি নিয়ন্ত্রিত এলাকায় সফলভাবে চারটি মনুষ্যবিহীন এরিয়াল সিস্টেম (ইউএভি) এবং একটি সারফেস টু এয়ার মিসাইল ধ্বংস করে মার্কিন সেন্ট্রাাল কমান্ড।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ত্রগুলো এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর জন্য একটি আসন্ন হুমকি হিসেবে নির্ধারণ, পরে ধ্বংস করা হয়। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা। তারা দাবি করেছিল, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে এই হামলা পরিচালনা করছে তারা। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের রুটে হুথিদের হামলার কারণে আন্তর্জাতিক অবাধ বাণিজ্য ব্যাহত হচ্ছে। বিকল্প পথ হিসেবে জাহাজগুলো দক্ষিণ আফ্রিকার আশেপাশে দীর্ঘ ও ব্যয়বহুল রুটে চলাচল করতে বাধ্য হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, গাজায় চলমান সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে। আন্তর্জাতিক মহল হুথিদের বারবার হামলার বন্ধের আহŸান জানিয়ে ব্যর্থ হয়েছে। পরে এর প্রতিক্রিয়ায় হুথিদের স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।


এই বিভাগের আরো খবর