ফকিরহাট প্রতিনিধিঃ ফকিরহাটে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ৩০ শে এপ্রিল সকাল ১০ টায় প্রধান শিক্ষকের কার্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পরিচিতি সভায় আট্টাকা কোরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা আনোয়ারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি শেখ তানভীর ইসলাম লিমন,সাধারন শিক্ষক সদস্য শেখ সমুন হোসেন,অভিভাবক সদস্য নাদিরা আফরোজ,অত্র বিদ্যালয়ের দাতা সদস্য ও ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় এডহক কমিটির সভাপতি শেখ তানভীর ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এডহক কমিটির সভাপতি শেখ তানভীর ইসলাম এ প্রতিবেদককে জানান – এই বিদ্যালয়ে আমি নিজেই পড়াশোনা করেছি। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সব সময় পাশে থেকে সহযোগিতা করব ইনশাআল্লাহ।