• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:১৪

ভুলে যেও

প্রতিনিধি: / ১৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

রেজাউল করিম রোমেল
কি হবে আর মনে রেখে,-
সুখেই তো আছ।
সুখের সংসার,সরকারী চাকরিজীবী স্বামী,
তোমার শ্বশুর বাড়ীর লোকজন নাকি
তোমাকে অনেক ভালোবাসে এবং যতœ-ও করে।
তোমার স্বামী-ও তোমাকে নাকি
অনেক ভালোবাসে,-
এক মুহূর্তের জন্য চোখের আড়াল
হতে দিতে চায় না।
শুনেছি…
এমন ভাগ্য কয়জনের হয় বলো !
তুমি কারো সাথে প্রেম করো না,
পরিবার এবং সমাজের কাছে
তুমি একজন ভালো ও ভদ্র মেয়ে।
সেটাও জানলো তোমার পরিবার এবং সমাজ।
পথে চলতে চলতে যদি কখনো আনমনে
আমাকে ভেবে মনের অজান্তে হেসে ওঠো,
অথবা যদি কখনো আমাকে মনে করে
কেঁদে ওঠে প্রাণ তোমার,
মনের অজান্তেই আমাকে মনে করে
যদি কখনো তোমার চোখের দু ফোঁটা
অশ্রæ গড়িয়ে পড়ে।
তারপর-ও আমি বলবো, -তুমি সুখি হও।
আর ভুলে যেও এই আমাকে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com