সর্বশেষ :
পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে জলবায়ু সংবেদনশীল বাজেট ও তরুণদের ক্ষমতায়নে প্রাক-বাজেট পরামর্শ সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ২২৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও তরুণদের উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে বাজেট বরাদ্দ কীভাবে করা যায়—তা নিয়ে দিনব্যাপী প্রাক- বাজেট পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে । তরুণ, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে সভায় উঠে এসেছে সম্পদের ন্যায্য বণ্টন, পরিবেশ রক্ষা ও যুব উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বাগেরহাট লেডিস ক্লাবে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও
একশনএইড বাংলাদেশের যৌথ আয়োজনে এই প্রাক-বাজেট পরামর্শ সভা
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী
পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক
আহমেদ কামরুল হাসান। তিনি বলেন, ্য়ঁড়ঃ;আমাদের নিজেদের সুযোগ নিজেরাই
তৈরি করতে হবে। বাইরের দিকে তাকিয়ে থাকলে হবে না। সবাইকে নিজ নিজ
জায়গা থেকে সাশ্রয়ী ও দায়িত্বশীল হতে হবে। তবেই আমরা একটি উন্নয়নশীল ও
মানবিক বাংলাদেশ গড়তে পারব সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তানভীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সাবেক সভাপতি বাবুল সরদার, একশনএইড বাংলাদেশের প্রতিনিধি মোঃ নয়ন, বাঁধনের কোঅর্ডিনেটর সোহাগ হাওলাদার ও প্রোগ্রাম অফিসার জুবায়ের সানি।
স্থানীয় জনগণের অভিমত নিতে জরিপ করা হয় মহিলা বিষয়ক অধিদপ্তর, মেলরিন
টেকনোলজি ইনস্টিটিউট, টেকনিক স্কুল অ্যান্ড কলেজ, উপজেলা কৃষি অফিস,
সমাজসেবা অধিদপ্তর, ষাটগম্বুজ, খানপুর ও কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের মধ্যে।
ভুক্তভোগী ইমরান বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের এলাকার খালগুলো প্রভাবশালী মহলের দখলে। ভাবছিলাম নতুন বাংলাদেশে গোদাড়ার খাল, মানদার তলা খাল ও খুন্তাকাটা খাল দখলমুক্ত হবে। কিন্তু এখনো শুধু আশ্বাসই পাচ্ছি। মানববন্ধন করেছি, বিভিন্ন দপ্তরে ঘুরেছি—কিন্তু খাল মুক্ত করতে পারিনি।
অর্ণব মিস্ত্রি বলেন, আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি, তারা চাই এলাকার খাল
ও জলাভূমি রক্ষা পাক। বাজেট বরাদ্দে যেন এসব পরিবেশ বিষয় অগ্রাধিকার পায়,
সেই দাবিই আজ জানাচ্ছি।সামিয়া সুলনা বলেন, “তরুণরা যদি অংশ নিতে না পারে, তবে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বাজেট পরিকল্পনায় আমাদের মতামত গুরুত্ব পাবে—এমন প্রত্যাশা করি। অনুষ্ঠান শেষে একটি সুপারিশ প্রস্তাবনা পত্র তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।


এই বিভাগের আরো খবর