শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভিয়েতনাম থেকে চালের নতুন চালান পৌঁছাল চট্টগ্রামে

প্রতিনিধি: / ১৭৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ভিয়েতনাম থেকে আমদানি করা আরও ২০ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। এ চাল আমদানি করেছে খাদ্য অধিদফতর।সোমবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিন ০৯ জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিল, যা ইতোমধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলেন, চাল খালাসের কার্যক্রম শুরু করা হয়েছে।


এই বিভাগের আরো খবর