সর্বশেষ :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সার্বিয়ায় অনলাইন ক্লাসের বিরুদ্ধে রাস্তায় শিক্ষার্থীরা

প্রতিনিধি: / ১০৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

বিদেশ : অনলাইন ক্লাসের প্রতিবাদে সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী নভি সাদে শনিবার হাজারো নাগরিক, বিশেষ করে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। চলমান দুর্নীতিবিরোধী- আন্দোলনের অংশ হিসেবে বিদ্যালয় অবরোধকে পাশ কাটাতে সরকার অনলাইন ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে। সার্বিয়ার নভি সাদ থেকে এএফপি জানায়, নভি সাদে অনুষ্ঠিত এই বিক্ষোভ কয়েক মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের সর্বশেষ ধাপ। নগরীর একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় যে ক্ষোভের সূত্রপাত, তা-ই মূলত এই আন্দোলনের পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে, দুর্ঘটনাটি সরকারি দুর্নীতির নগ্ন প্রমাণ। গত শুক্রবার সন্ধ্যায় সার্বিয়ার বিভিন্ন অঞ্চল থেকে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা পায়ে হেঁটে ও সাইকেল চালিয়ে নভি সাদে পৌঁছায়। গত শনিবার সকালে তারা ১৬ মিনিটের নীরবতা পালন করে দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মিলে বড় আকারের প্রতিবাদ আন্দোলনে যোগ দিয়েছে। ১৯৯০-এর দশকের পর সার্বিয়ায় এটি সবচেয়ে বড় গণআন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে বিদ্যালয় অবরোধকে ‘অবৈধ’ ঘোষণা করা হয়েছে। চলতি মাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা কর্মীদের ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেন, ক্লাসগুলো অনলাইনে নেয়া হবে। গত শনিবারের প্রতিবাদে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর এক বিবৃতিতে বলা হয়, ‘অনলাইন ক্লাস কোনো সমাধান নয় এবং এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’ বেলগ্রেডের এক উচ্চবিদ্যালয়ের ১৮ বছর বয়সী শিক্ষার্থী মাতেয়া ফেইন্দোভিচ, যিনি হেঁটে নভি সাদে এসেছেন, বলেন, ‘অনলাইন ক্লাসের মাধ্যমে বিদ্যালয় অবরোধ থামানো যাবে না। আমরা অনলাইন ক্লাসে অংশ নেব না। এই শিক্ষাবর্ষ চালিয়ে যাওয়ারও কোনো মানে নেই, কারণ আমরা ইতিমধ্যে পাঁচ মাস ধরে ধর্মঘটে আছি।’ সঙ্গীত পরিবেশন ও শিক্ষার্থী-শিক্ষকদের বক্তৃতার মাধ্যমে প্রতিবাদ সমাবেশ রাত গভীর পর্যন্ত চলার কথা রয়েছে। ইউনিয়নগুলোর দাবি, বিদ্যালয় অবরোধে অংশ নেয়ায় কিংবা কাজ না করায় প্রায় ২০ হাজার শিক্ষককে বেতন বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিদিন প্রায় বড় বড় শহরগুলোতে শত শত হাজার মানুষ আন্দোলনে অংশ নিচ্ছে। প্রতিবাদকারীদের চাপের মুখে জানুয়ারিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন এবং সরকার ভেঙে পড়ে। এ পরিস্থিতিতে জাতীয়তাবাদী প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিচ কখনো সংলাপের আহ্বান জানিয়েছেন, আবার কখনো শিক্ষার্থীদের ‘রাষ্ট্রের জন্য হুমকি’ বলে আখ্যা দিয়েছেন।


এই বিভাগের আরো খবর