রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীলঙ্কান নাগরিককে অপহরণ করে মুক্তিপণ দাবি, ৩ জনকে উদ্ধার

প্রতিনিধি: / ১৬১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

বাগেরহাটের মোল্লাহাটে অভিযান চালিয়ে ‘অপহৃত’ তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার দিবাগত গভীর রাতে মোল্লাহাট উপজেলার কোদালিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, উদ্ধার তিন শ্রীলঙ্কান নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। ওই তিন জনের মধ্যে দুই জন শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন। পরে শ্রীলঙ্কায় তাদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়। পরে সে দেশের হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশকে জানানো হলে এ নিয়ে কাজ শুরু করে গোয়েন্দা সংস্থা।


এই বিভাগের আরো খবর