রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে যুবলীগ নেতা এমদাদুল মুন্সী গ্রেফতার

প্রতিনিধি: / ১৪৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ   বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়ন ওয়ার্ড যুবলীগ নেতা মো. এমদাদুল হক মুন্সী (৫০) নামের এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
 পুলিশ জানায় বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মোরেলগঞ্জ পৌর শহর এলাকা থেকে অভিযান চালিয়ে এমদাদুল হক মুন্সীকে গ্রেফতার করা হয়েছে। সে খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের মৌজাআলী মুন্সীর ছেলে। খাউলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে নদী থেকে বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে স্থানীয়দের।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ওসি মো. রাজিব আল রশিদ জানান, ডেভিলহান্ট অভিযানের অংশ হিসেবে যুবলীগ নেতা এমদাদুল মুন্সীকে গ্রেফতার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর