• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:৪১

মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন 

প্রতিনিধি: / ৮১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ, (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান জুয়েল মুন্সির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে,ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে সামাজিকভাবে মানহানির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে মির্জাগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ‌। মানববন্ধনে আরো অংশ নেন কাকড়াবুনিয়া ইউনয়িন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মৃধার ছেলে মোঃ রাসেল মৃধা।
বুধবার (১৬ এপ্রিল) মির্জাগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
বক্তারা বলেন, কামরুজ্জামান জুয়েল মুন্সি উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে তাতে তার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই।
বক্তারা আরো বলেন,বিভিন্ন গণমাধ্যমের মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিগণ যে নিউজ করেননি অথচ,ঘটনাস্থলে না এসেও নামী বেনামি পত্রিকার দুই একজন জেলা প্রতিনিধি স্থানীয় একটি কুচক্রী মহলের মিথ্যা ও ভূয়া তথ্যের ভিত্তিতে অতি উৎসাহী হয়ে কামরুজ্জামান জুয়েল মুন্সির বিরুদ্ধে নিউজ করেছে‌। প্রকৃত ঘটনা আড়াল করে অতিরঞ্জিতভাবে নিউজ প্রকাশ করে সাংবাদিকতা পেশাকে প্রশ্নবিদ্ধ করেছে‌।  ধরণের সাংবাদিকতার নীতি লঙ্ঘনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মোঃ রাসেল মৃধা বলেন, আমরা পরস্পর আত্মীয়। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে এবং নিজেরা সমাধানও করেছি। সাংবাদিকরা মানুষের পক্ষে একজন সত্যান্বেষী কলমযোদ্ধা হিসেবে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। তিনি আরো বলেন, এ বিষয় নিয়ে আমি কোন সাংবাদিকের শরণাপন্ন হই নাই। কিন্তু স্থানীয় কিছু কুচক্রি মহল এটাকে পুজিঁ করে সাংবাদিক ভাইদের দিয়ে ষড়যন্ত্র মূলক মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। এ নিয়ে জাতীয় দৈনিকের অনলাইনে ফলাও করে নিউজ প্রকাশিত হয়েছে যা অনভিপ্রেত ও মানহানিকর এবং আমি এ সংবাদের জন্য ক্ষোভ জানাই।
মির্জাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান বাধঁন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,মির্জাগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি উত্তম গোলদার, সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ,যুগ্ন-সম্পাদক মোঃ সোহাগ হোসেন,কোষাধ্যক্ষ অমিতাব দাস অপু, দপ্তর সম্পাদক মোঃ সুমন কাজী ,প্রচার সম্পাদক মোঃ সিয়াম রহমান হিমেল এবং মোঃ রাসেল মৃধা।
জানা যায়,মোঃ রাসেল মৃধা এর সাথে মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ কামরুজ্জামান জুয়েলের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এটা  গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com