শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

২৪-এর আগুন

প্রতিনিধি: / ১৯৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

দান্তে

জেগেছে রাস্তায় আগুনের ঢেউ,
ভয়ে কাঁপে শাসকের চোখের ঢল।
একদল যুবা, মুখে বজ্র শপথÑ
“আর না, এবার হিসেবের ফল।”

তাদের হাতে নেই বন্দুক-বারুদ,
তাদের কণ্ঠই বজ্রের মতো।
স্লোগানে ফেটে পড়ে নগরী,
সত্যের পক্ষে দীপ্ত পবিৎৰ।

গুমের ছায়া, বিচারহীন কালÑ
ভয়ে ছিল ঘর, ছিল মন-প্রাণ।
কিন্তু এবার গর্জে উঠল সবাই,
“এ দেশ কার? আমাদেরই জান!’’

নেতা নয়, মুখোশ খুলে দেয়Ñ
জনতার ক্রোধ, জনতার শপথ।
কোনো পতাকা নয়, চোখে আগুন,
গণতন্ত্রেরই শেষ বার্তাবহ।

ঢাকার রাজপথ, চট্টগ্রামের গান,
একসাথে বাজে প্রতিবাদের সনদ।
টিয়ার গ্যাস আর লাঠির বর্ষা,
ভিজতে পারে না আশা-প্রণোদ।

এই আগুন নিভবে না সহজে,
লাখ কণ্ঠের শপথে জ্বলে।
২৪-এর এই অভ্যুত্থানÑ
ইতিহাস আবার রক্তে বলে।


এই বিভাগের আরো খবর