সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাপুয়া নিউ গিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

প্রতিনিধি: / ৮৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

বিদেশ : পাপুয়া নিউ গিনির নিউ আয়ারল্যান্ড প্রদেশের উপকূলে  শনিবার ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। কোকোপো শহর থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৭২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। কোকোপো বিচ বাংলো রিসোর্টের অভ্যর্থনাকারী ইমোঙ্ক অ্যাবেলিস বলেন, ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল। তবে এলাকার আশেপাশে কোনো ক্ষতি হয়নি। পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প প্রায়শই ঘটে। কারণ, পাপুয়া নিউ গিনি এমন একটি দেশ যা ‘রিং অফ ফায়ার’ এর উপর অবস্থিত। এই ভূমিকম্পগুলো সাধারণত জনবহুল এলাকায় তেমন ক্ষয়ক্ষতি না করলেও, প্রত্যন্ত অঞ্চলগুলোতে তা বিধ্বংসী ভূমিধস সৃষ্টি করতে পারে।


এই বিভাগের আরো খবর