সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মার্কিন হামলায় হোদেইদায় নিহত বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে

প্রতিনিধি: / ১১৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

বিদেশ : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত বুধবার জানিয়েছে, বন্দরনগরী হোদেইদায় মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। হোদেইদা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হুতিদের আল-মাসিরাহ টিভি স্টেশন জানিয়েছে, হোদেইদায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনে শহীদের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১৬ জন। ধ্বংসস্তূপ অপসারণে অভিযান চলছে। হুতি মিডিয়া জানিয়েছে, মঙ্গলবার রাতে লোহিত সাগরের বন্দর নগরীর একটি আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এএফপির একজন সাংবাদিক পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। হামলার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, বিমান হামলায় চার শিশু ও দুইজন নারী নিহত হয়েছেন। এর আগে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে লোহিত সাগর দিয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জাহাজের ওপর হামলা চালায় ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গত ১৫ মার্চ হুতিদের বিরুদ্ধে ওয়াশিংটন বিমান হামলার শুরুর পর থেকে ইয়েমেনের বিদ্রোহী-অধিকৃত এলাকায় প্রায় প্রতিদিনই হামলা চলছে। গাজায় ইসরাইলি বর্বরতার ঘটনায় হুতিরা পুনরায় জাহাজে হামলার হুমকি দিলে যুক্তরাষ্ট্র নতুন করে অভিযান শুরু করেছে। লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের ওপর হুতিদের আক্রমণের শঙ্কায় গুরুত্বপূর্ণ রুটটি অচল হয়ে পড়েছে। এই রুটে বিশ্বের প্রায় ১২ শতাংশ জাহাজ চলাচল করে। এ পথে চলাচলকারী অধিকাংশ জাহাজ এখন দক্ষিণ আফ্রিকার প্রান্ত দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছে।


এই বিভাগের আরো খবর