সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

প্রতিনিধি: / ১৪২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ শানজিদুল ইসলাম সেতু (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সে বাগেরহাটের  চাপাতলা এলাকার শেখ নজরুল ইসলামের পুত্র

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মিশনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশের একটি দল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পিজলংগ ইউনিয়নের নওয়াপাড়া পুরাতন সড়কের পাশে অভিযান পরিচালনা করেন। অভিযানে শানজিদুল ইসলাম সেতুকে গ্রেপ্তার করে। এসময় তার শরীর তল্লাশী করে ১০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মিশন জানান, মাদক কারবারী শানজিদুল ইসলাম সেতু অভিনব কায়দায় টিফিন কেরিয়ারে করে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন। ঘনঘন কৌশল পরিবর্তন করে মাদক কারবারীরা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দেওয়ার চেষ্টা করলেও পুলিশের সক্রিয়তার কারণে তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রাজ্জাক মীর এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আগামীকাল মঙ্গলবার সকালে তাকে বাগেরহাট আদালতে সোর্পদ করা হবে।’


এই বিভাগের আরো খবর