শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফিলিস্তিনের ওপর বর্বরতার প্রতিবাদে মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল 

প্রতিনিধি: / ২১৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

মাসুম বিল্লাহ,  মির্জাগঞ্জ: গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতা,  হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার সুবিদখালী রই মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ মিছিলে ছাত্র জনতাসহ বিভিন্ন পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করে। মিছিল শেষে উপজেলার কলেজ রোড এলাকায় এক সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্যরা ইসরায়েলি পণ্য বর্জনসহ হামলার প্রতিবাদ জানায়।এতে বক্তব্য রাখেন – বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ রাব্বি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মির্জাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ অয়াদুদ গোলদার, মির্জাগঞ্জের সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা  ওবায়দুল হক, উপজেলা যুবদলের সদস্য মোঃ সাইফুল ইসলাম।


এই বিভাগের আরো খবর