স্পোর্টস : বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের রেকর্ড বুক ওলট পালট করে দিয়েছেন পারভেজ হোসেন ইমন। ঢাকা প্রিমিয়ার লিগে রবিবার শাইনপুকুরের বিপক্ষে তরুণ এই ব্যাটার হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মাত্র ১৫ বলে। তাতে সব ফরম্যাট মিলিয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি গড়ার রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। তার অপরাজিত ৬১ রানের ইনিংসের উপর ভর করে আবাহনী ১০ উইকেটে জয় নিশ্চিত করেছে। বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও আবাহনীর মধ্যকার ম্যাচটির দৈর্ঘ্য বড় ছিল না। আগের দিনের বৃষ্টির কারণে কিছুটা বিলম্বে গড়ায় ম্যাচ। ইনিংস নির্ধারিত হয় ৩১ ওভারের। আগে ব্যাটিং করে শাইনপুকুর ৮৮ রান করতে পারে। জবাবে পারভেজের অতিমানবীয় ইনিংসের সুবাদে ৬.৪ ওভারে সবকটি উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে আবাহনী। এর আগে ১৮ বলে হাফ সেঞ্চুরি করার ইতিহাস ছিলে বাংলাদেশের ক্রিকেটে। নুরুল হাসান সোহান ও হাবিবুর রহমান এই কীর্তি গড়েছিলেন। গতকাল তাদের দুইজনকেই পেছনে ফেলে পারভেজ ১৫ বলে হাফ সেঞ্চুরি তুলেছেন। শেষ অব্দি ২৩ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি। তার সঙ্গে ১৭ বলে ১৭ রান নিয়ে অপরাজিত ছিলেন জিসান আলম। এর আগে মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান ও রিপন মন্ডলের বোলিং তোপে শাইনপুকুর ২৫.৪ ওভারে ৮৮ রানে অলআউট হয়েছে। মিডল অর্ডার ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির ছাড়া আর কেউই উল্লেখ্যযোগ্য রান করতে পারেননি। ৫৫ বলে ৪ চারে ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক ৬ ওভারে ৩৬ রান খরচায় নেন চারটি উইকেট। রাকিবুল ও রিপন দুইজনই দুটি করে উইকেট শিকার করেছেন।